reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০২৩

অধিনায়ক রোহিত

ছয় ভারতীয়কে নিয়ে আইসিসির বিশ্বকাপ একাদশ

পর্দা নেমেছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। স্বাগতিক ভারতের অপ্রতিরোধ্য যাত্রা থামিয়ে শিরোপা জিতে নিয়েছে ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া। ফাইনালে নিজেদের হারিয়ে খোঁজা ভারতকে ট্রাভিস হেড বীরত্বে অনায়াসেই হারিয়েছে অজিরা। অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ের মধ্য দিয়ে সাত সপ্তাহের মহাযজ্ঞের সমাপ্তি। মাঝের সময়টা ক্রিকেটের রূপে-রসে বুঁদ হয়ে ছিলেন ক্রীড়াপ্রেমীরা। উপভোগ করেছেন দারুণ সব ক্রিকেটারের অসাধারণ সব কীর্তি।

বিশ্বকাপে দারুণ পারফর্ম করেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি ভারত। তবে টুর্নামেন্টজুড়েই ভারতীয় ব্যাটার-বোলাররা দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন। অন্যদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিয়েছে অজিরা। তাই বিশ্বকাপের সেরা একাদশে যে ফাইনালিস্ট দুই দলের খেলোয়াড়দের আধিক্য থাকবে তা বলাই বাহুল্য।

ভারত ফাইনালে হেরে গেলেও আইসিসির বাছাইকৃত সেরা একাদশে ভারতীয়দের একক আধিপত্য দেখা যাচ্ছে। সেরা একাদশে ছয়জনই ভারতীয়। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে আছেন মাত্র দুজন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে জায়গা পেয়েছেন সেরা একাদশে।

ফাইনালে প্যাট কামিন্সের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের কাছে মার খেলেও আইসিসির নির্বাচিত সেরা একাদশের নেতৃত্ব থাকছে রোহিত শর্মার হাতে।

একাদশ : কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শামি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসির বিশ্বকাপ একাদশ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close