
ইউরো বাছাইপর্ব
শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করল স্পেন

গত সেপ্টেম্বরে জর্জিয়ার মাঠে গোল উৎসব করেছিল স্পেন। সেই ম্যাচে ৭-১ ব্যবধানে জয় পেয়েছিল স্প্যানিশরা। তবে ঘরের মাঠে এবার তা করতে পারেনি। ঘরের মাঠে এবার জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
শক্তিমত্তায় জর্জিয়া স্পেনের ধারেকাছেও নেই। ফলে জর্জিয়ার বিপক্ষে স্পেনের জয়টা অবধারিতই ছিল। তবে স্পেন ও বার্সেলোনার জন্য চিন্তার বিষয় হচ্ছে, প্রথমার্ধে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন গাভি। স্পেন জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি।
তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। ম্যাচের চতুর্থ মিনিটে ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের গোলে এগিয়ে যায় সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। তবে দশম মিনিটে ফরোয়ার্ড হাভিচার গোলে সমতা টেনে চ্যালেঞ্জ জানায় ফিফা র্যাঙ্কিংয়ের ৭৬ নম্বর দল জর্জিয়া।
অধিকাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি ভালো আক্রমণ করে স্পেন। তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দারুণ এক সেভ করে দলকে সমতায় রাখেন জর্জিয়া গোলরক্ষক।
ম্যাচের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল পায় স্পেন। বাঁ থেকে হোসে গায়ার উঁচু করে বাড়ানো বল হেডে জালে পাঠান ফেরান তোরেস। আর ৭২তম মিনিটে সফরকারী ডিফেন্ডার লুকা লকসোসউইলির আত্মঘাতী গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্পেন।
আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল স্পেন। 'এ' গ্রুপ থেকে স্পেনের সঙ্গে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে স্কটল্যান্ড। একই দিন তারা নরওয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে।
পিডিএস/মীর