reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০২৩

কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। যা নিয়ে তাকে সমালোচনায়ও পড়তে হয়েছিল। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তিনি তখন দেশে এসেছিলেন। এরপর বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরই মাঝে সুখবর পেলেন লিটন। বাবা হয়েছেন দেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এ খবর জানান লিটন দাস। লিটন লিখেছেন, ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের রাজকন্যার আগমনে আমরা ধন্য। মা ও শিশু সুস্থ আছে।’

জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় লিটন কন্যা সন্তানের বাবা হয়েছেন। এর আগে কাল (বুধবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চান।

এর আগে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের আসন্ন সিরিজ থেকে লিটন ছুটি চান বলে জানা গিয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান না থাকায় টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। এরপরই শোনা যায় তার ছুটি চাওয়ার কথা।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিটন দাস,কন্যা সন্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close