reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৮৮

ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে ৩৭ ওভারে এসে ঠেকেছে। এ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের সংগ্রহ করেছে বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য ইংলিশদের সামনে লক্ষ্য ১৯৭ রান।

সোমবার (২ অক্টোবর) টস জিতে ভালো শুরুর আভাস দিলেও দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস (৫) লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হন। পরে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত (২)। এরপর ফিফটির পথে থাকা তরুণ ওপেনার তানজিদ তামিম ফিফটি মিস করে সাজঘরে ফিরেছেন। ৪৪ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪৫ রান করে ফিরেছেন। আগে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। মুশফিকের(৮) পর সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহও (১৮)। এর আগে ৬২ বলে ফিফটি তুলেছেন মিরাজ।

এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা তিনেক। এরপর খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। খেলা শুরু হতেই একে একে ফিরেছেন হৃদয়, মিরাজ, নাসুম ও মাহেদী।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

পিডিএস/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ,ওয়ানডে,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close