টটেনহামের কাছে পয়েন্ট খোয়াল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল টটেনহাম এবং লিভারপুল। তবে ইয়ুর্গেন ক্লপের দলের জন্য এ ম্যাচ শুধু দুর্ভাগ্যই বয়ে এনেছে। প্রথমার্ধ্ব এবং দ্বিতীয়ার্ধ্ব মিলিয়ে লিভারপুলের দুই ফুটবলারকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখে। ৯ জনের দলে পরিণত হওয়া অলরেডরা এরপরও ধরে রেখেছিল সমতা, তবে একেবারের অন্তিম মুহূর্তে আত্মঘাতি গোলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সালাহদের।
গতকাল টটেনহামের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হয় লিভারপুল। ম্যাচের ২৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কাটিস জোনসকে। তবে দশ জনে পরিণত হওয়া অল রেডরাই সর্বপ্রথম গোলের দেখা পেয়েছিল কাল। কিন্তু রুবেন দিয়াজের করা সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডে।
এদিকে লিভারপুলের গোল বাতিল হওয়ার পর ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় টটেনহাম। স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন সং হিউন মিং। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এদিকে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতেও খুব বেশি সময়ে নেয়নি লিভারপুল। প্রথমার্ধ্বের শেষ দিকেই অল রেডদের সমতায় ফেরান ডাচ ফুটবলার গাকপো।
পিডিএস/মীর