শাহ্ আলম খান, চাঁদপুর

  ৩০ সেপ্টেম্বর, ২০২৩

চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁদপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: প্রতিদিনের সংবাদ

চাঁদপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ ফুটবল ও আন্তঃউপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ২০তম আসর। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি)।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এতে ৮ উপজেলা ক্রীড়া সংস্থাকে অনুদানের অর্থ ও ফুটবল তুলেদেন অতিথিরা।

জেলা প্রশাসক বলেন, খেলা-ধুলার মাধ্যমে ব্যক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। খেলাধুলার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। যারা খেলোয়াড় তারকা, তারা বিজ্ঞাপনের মাধ্যমেও আয় করার সুযোগ পাচ্ছেন। টুর্নামেন্টে জেলার ৮ উপজেলা দল অংশগ্রহন করবে। উদ্বোধনী দিনে জেলা ফুটবল টুর্নামেন্টে কঁচুয়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় ফরিদগঞ্জ উপজেলা দল।

অতিথিদের মধ্যে ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফুটবল উপকমিটির সভাপতি শাহির হোসেন পাটওয়ারী।

আরো ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, হাইমচর ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ ইউএনও মো. রাশেদুল ইসলাম, ফরিদগঞ্জ ইউএনও মৌলি মন্ডল, কচুয়া ইউএনও মো. নাজমুল হাসান, শাহরাস্তি ইউএনও মোহাম্মদ হুমায়ুন রশিদ, মতলব দক্ষিণ ইউএনও রেনু দাস, মতলব উত্তর ইউএনও আশরাফুল হাসানসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,ফুটবল,উদ্বোধন,খেলাধুলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close