লঙ্কানদের ২৬৩ রানে থামাল টাইগাররা
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া মাঠে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। লঙ্কান ওপেনারদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৪ ওভারের আগেই ১০০ রানের বেশি দিয়ে ফেলে টাইগার বোলাররা। তবে সেখান থেকে পরে ম্যাচে ফেরে মেহেদী হাসান মিরাজের দল। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে লঙ্কানদের ২৬৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
গুয়াহাটিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে ৯ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শেখ মেহেদী।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ঝোড়ো শুরু এনে দেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরা। দুজনে মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৬৪ রান। দশম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন পেরেরা। উইকেটে আসেন কুশল মেন্ডিস।
ওপেনিং পার্টনারকে হারালেও মেন্ডিসকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন নিসাঙ্কা। কিন্তু ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ। মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তিনি। পরের ওভারেই সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন শেখ মেহেদী।
পাথুম নিসাঙ্কা ফেরেন ২০তম ওভারে। ৮ চার ও ১ ছয়ে ৬৪ বলে ৬৮ রান করে শেখ মেহেদীর শিকার হয়ে ফেরেন তিনি। নিসাঙ্কা আউট হওয়ার পর শ্রীলঙ্কার রানের গতি কমে। চাপ সামলাতে না পেরে আসালঙ্কাও ফেরেন শেখ মেহেদীর বলে, ২৯ তম ওভারে।বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও। ১৭ বলে ৩ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান কাপ্তান।
শেষদিকে একাই লড়াই করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৭৯ বলে তার ৫৫ রানের ইনিংস থামে মেহেদী হাসান মিরাজের বলে। শ্রীলঙ্কার ইনিংস থামে ২৬৩ রানে।