reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৩

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চার দিন পরই শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। আর আসন্ন এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। তবে মূল পর্ব শুরু আগে আজ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, মহেশ থিকশানা, দুনিথ বেলালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টস,ফিল্ডিংয়ে বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close