টি-টোয়েন্টিতে রেকর্ডবুক চুরমার করে দিল নেপাল
নেপাল ক্রিকেট নিজ দেশকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের মতোই সবার উপরে নিয়ে গেছে আজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য এক ইতিহাস গড়েছে নেপাল। যেখানে একাধিক রেকর্ড নিজেদের নামে করেছে রোহিত পাউডেলের দল। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস এখন নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছে সন্দীপ লামিচানেরা। শুধু তাই নয়, ব্যক্তিগত একাধিক রেকর্ডও ভেঙে নিজেদের নামে করেছেন নেপালি ক্রিকেটাররা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক থেকে ধরে দ্রুততম শতক সবকিছুর মালিক এখন নেপালি ক্রিকেটাররা। ভারতের যুবরাজ সিংয়ের দ্রুততম অর্ধশতক থেকে ধরে ডেভিড মিলারের দ্রুততম শতক এই দুই রেকর্ড ভেঙেছেন কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং ঐরী।
চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের প্রথম ম্যাচে মাঠে মুখোমুখি হয় নেপাল ও মঙ্গোলিয়া। যেখানে ২০ ওভারে ৩১৪ রান তুলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে নেপাল। যা আগে ছিল আফগানিস্তানের, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল রশিদ খানরা।
শুধু দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডই গড়েনি তারা। ভেঙেছে একাধিক ব্যক্তিগত রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে (২৭৩ রান) জয়ের রেকর্ডও গড়েছে নেপাল।
মঙ্গোলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩১৪ রান তুলে নেপাল। যেখানে কুশল মাল্লা খেলেন ৫০ বলে বিধ্বংসী ১৩৭ রানের ইনিংস। ২৭ বলে ৬১ করেন অধিনায়ক রোহিত পাউডেল। ১০ বলে ৫২ রান করেন দীপেন্দ্র সিং ঐরী। ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ রানে অলআউট হয়ে যায় মঙ্গোলিয়া।
এক নজরে আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের ইতিহাস গড়া যত রেকর্ড:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক এখন দীপেন্দ্র সিং ঐরীর (৯ বল)। যা আগে ছিল ভারতের যুবরাজ সিংয়ের (১২ বল)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এখন কুশল মাল্লার (৩৪ বল)। যা আগে ছিল ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারার। তিনজনই সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে (২৭৩ রান) জয়।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ৩১৪। যা আগে ছিল আফগানিস্তানের (২৭৮)।
পিডিএস/এমএইউ