reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২৩

শান্তর অধিনায়কত্বে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা 

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্রাম চেয়ে নিয়েছেন প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস। শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে ম্যাচে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।

এশিয়া কাপ চলাকালে চোটে পড়েছিলেন শান্ত। দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল বাঁহাতি এই ব্যাটারকে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরছেন শান্ত।

এদিকে, দ্বিতীয় ওয়ানডের পর পিঠে অস্বস্তির কথা জানিয়েছিলেন দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিম ইকবাল। তাই, শেষ ওয়ানডেতে খেলছেন না তিনিও। অন্যদিকে বিশ্রাম শেষে ফিরছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলে নেই তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

বাংলাদেশ দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

প্রসঙ্গত, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,শান্তর অধিনায়কত্ব,তৃতীয় ওয়ানডে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close