
রোমাঞ্চকর ম্যাচে ম্যানইউকে হারাল বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনাতে বায়ার্নদের রীতিমতো নাভিশ্বাস তুলে ছেড়েছে এরিক টেন হাগের দল। ফলাফলটাও তাদের আসতে পারতো। তবে গোলরক্ষকের ভুলে ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপের মহারণে ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে শুরু থেকেই আগ্রাসি ছিল বায়ার্ন মিউনিখ। একের পর এক আক্রমণেও জালের দেখা মিলছিল না বাভারিয়ানদের। ২৮ মিনিটে ম্যানইউ কিপার ওনানার ভুলে লিড নেয় স্বাগতিকরা। ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা ভুল না করলে সেটা পেতে হয়তো আরও অনেক দেরি হতো। লেরয় সানের সোজা শট হাত ফসকে বেরিয়ে যায় ওনানার।
চার মিনিটের মাথায়ই আবারও গোল হজম করতে হয় সফরকারীদের। এবার মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেণ সার্জ গ্যানাব্রি। প্রথমার্ধের বাকি সময় আর গোলের দেখা না পেলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা।
বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমান টেন হাগের দল। চলতি মৌসুমে রেড ডেভিলদের দলে যোগ দেওয়া রাসমুস হয়লুন্ড নাম তোলেন স্কোরশিটে। বেশিক্ষণ অবশ্য ব্যবধাণ কমিয়ে রাখতে পারেননি ম্যানইউ। চার মিনিট ব্যবধানে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে দলের তৃতীয় গোল করেন হ্যারি কেইন।
৮৮ মিনিটে ক্যাসেমিরোর গোলে লড়াই চালিয়ে যাবার রশদ পায় ম্যানইউ। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টেলের গোলে ৪-২ লিড নেয় বাভারিয়ানরা। তিন মিনিট পর ক্যাসেমিরো নিজের দ্বিতীয় গোল করলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় এরিক টেন হাগের শিষ্যদের।
পিডিএস/মীর