reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকাপ জিততে হলে ভারতকে যা করতে হবে

ছবি : সংগৃহীত।

ভারত ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জিতে। এরপর গত এক যুগ ধরে আইসিসির কোনো টুর্নামেন্টে জিততে পারেনি টিম ইন্ডিয়া।

১২ বছর পর ফের বিশ্বকাপের আয়োজক ভারত। এবারো বিশ্বকাপের হট ফেভারিট ভাবা হয় রোহিত শর্মা-বিরাট কোহলিদের দলকে। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় বেশি চাপে থাকবে ভারত। আর সেই চাপ সামলে কোহলিরা কিভাবে ট্রফি জিততে পারে- সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

বিশ্বকাপ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একজন ভারতীয় ক্রিকেটারের নিজের দেশে খেলা ভীষণ চাপের এবং আকর্ষণীয়। আমি ভারতীয় দলের দায়িত্বে থাকলে মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকারকে দলের সঙ্গে কয়েক দিন থাকতে বলতাম। ওদের বিশাল অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবে।’

গিলক্রিস্ট আরো বলেন, ‘কোহলি অবশ্যই ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ২০১১ সালেও কোহলি দলের অংশ ছিল। তবে খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল না সে সময়। তখন কোহলিকে ভারতীয় দলের ভবিষ্যত হিসেবে বিবেচনা করা হতো। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার চাপ ততটা সামলাতে হয়নি ওকে। কারণ এই চাপ সিনিয়রদের ওপরেই বেশি থাকে। ধোনি, শচীনেরা কিভাবে চাপ সামলেছিল, সেটা জানা গুরুত্বপূর্ণ। সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে পারলে সেরা ক্রিকেট খেলা সম্ভব।’

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close