reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সাকিবের ব্যাটে খেলায় ফিরল বাংলাদেশ

ছবি : ইএসপিএন ক্রিকইনফো

টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তাই বাংলাদেশ-ভারতের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিব বাহিনী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাট হাতে বাজে সময় পার করা লিটন দাসকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান শামি। দলীয় ১৫ রানে তানজিদ তামিমের উইকেটও হারায় বাংলাদেশ দল। বহুল প্রতীক্ষার পর একাদশে সুযোগ পাওয়া বিজয়ও এদিন ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

১১ বলে ৪ রান করে বাজে শট খেলে শার্দুল ঠাকুরের বলে আউট হন বিজয়। আর তাতে ২৮ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ দল। চাপে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব ও হৃদয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ১৬০ রান।

বাংলাদেশ একাদশ :

লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ :

রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইষান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রাসিধ কৃষ্ণা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিবের ব্যাট,বাংলাদেশ,ভারত,এশিয়া কাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close