
নিয়ম রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পর পর দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রাখে ভারত। উভয় দলের বিপক্ষে সুপার ফোরে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তাই বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। এছাড়াও দলে ঢুকেছেন এনামুল বিজয়, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম। ভারত তাদের একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছে।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ :
রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইষান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রাসিধ কৃষ্ণা।