reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২৩

আর্জেন্টিনা-পানামা ম্যাচ দিয়ে মাঠে নামছে মেসি বাহিনী

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা-পানামা ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর মাঠে নামছে মেসি বাহিনী। প্রীতি ম্যাচ দিয়ে থ্রি-স্টার জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস স্তাদিও মনুমেন্টালে দক্ষিণ আমেরিকার দেশ পানামার মুখোমুখি হবে লা আলবিসেলেস্তেরা। ম্যাচটি খেলতে এরই মধ্যে দেশে পৌঁছেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করেছে মেসিরা। যেখানে তাদের বেশ সতেজ ও ফুরফুরে মেজাজে দেখা যায়। দেশের হয়ে মেসি নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়।

ক্লাব ও আর্জেন্টিনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৭৯৯ গোল করেছেন তিনি। আর এক গোল করলেই আটশ’র ঘরে পা রাখবেন আর্জেন্টাইন দলনেতা। যেখানে তার আগে নাম লিখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

পানামার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, হুয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেসি বাহিনী,আর্জেন্টিনা,আর্জেন্টিনা-পানামা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close