reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২৩

ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মিরাজ

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এ ম্যাচে চোট থেকে সেরে ওঠা মেহেদী হাসান মিরাজ ফিরেছেন। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।

সিরিজ শুরুর আগের দিন দলীয় অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এরপর অনুষ্ঠিত দুটি ম্যাচেই তিনি নামতে পারেননি। তার অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সর্বোচ্চ ৩৪৯ রান করার রেকর্ড গড়ে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেস, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লর্কান টাকার।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিল্ডিংয়ে বাংলাদেশ,বাংলাদেশ ও আয়ারল্যান্ড,টস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close