reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০২৩

ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

ছবি : সংগৃহীত।

ঘরের মাঠে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৭ সাফে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (২০ মার্চ) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলার বাঘিনীরা এই জয় পায়।

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু মারমা। অন্য গোলগুলো করেছেন সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা।

ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে স্বাগতিক মেয়েরা। বাংলাদেশের আগ্রাসী ফুটবলের সামনে চিড়েচ্যাপটা হয়ে যায় ভুটান। পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। সেক্ষেত্রে কোনো কঠিন পরীক্ষা দিতে হয়নি বাংলাদেশের রক্ষণভাগকে।

এদিন বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা। ৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।

৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা। ৮৫ মিনিটে সাগরিকা গোল করলে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। বাংলাদেশ বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশের মেয়েদের,গোল,ভুটান,অনূর্ধ্ব-১৭ সাফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close