
চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার

ইনজুরি সমস্যায় জর্জরিত থাকা পিএসজির জন্য এ যেন স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন ক্লাবটির দুই তারকা ফুটবলার নেইমার ও সার্জিও রামোস।
পিএসজির জার্সিতে শেষ দুই ম্যাচে পেশির চোটের কারণে খেলতে পারেননি নেইমার। আর তুলুজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি রামোস। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুশীলনে ফেরাটা নিঃসন্দেহে পিএসজির জন্য দারুণ স্বস্তির বিষয়।
ধারণা করা হচ্ছে, বুধবার (৮ ফেব্রুয়ারি) মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার। মার্শেই, মোনাকোর পর কঠিন পরীক্ষা অপেক্ষা করছে গালতিয়েরের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমাররা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার সম্ভাবনা খুবই কম পিএসজির।
এদিকে, নেইমার-রামোস ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও নর্দি মুকিয়েলে ও প্রেসনেল কিমপেম্বেকে আরও লম্বা সময় ইনজুরির জন্য মাঠের বাইরেই থাকতে হবে।
পিডিএস/এমএইউ