reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৩

নারী ত্রিদেশীয় সিরিজে বিজয়ী দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত।

ঘরের মাঠে অনুষ্ঠিত টোয়েন্টি২০ আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে আসন্ন নারী টি২০ বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। বৃহস্পতিবার টু্র্নামেন্টের ফাইনালে দলটি ৫ উইকেটে হারিয়েছে শক্তিশালী ভারতকে।

টুর্নামেন্টের প্রথম পর্ব অর্থাৎ রাউন্ড-রবিন পর্বে অপরাজিত থাকা দুই দলের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয় পূর্ব লন্ডনের বাফেলো পার্কে স্বাগতিকদের বিরুদ্ধে টসে জেতার পর ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলে। ভারতের অন্যতম সেরা ব্যাটার ও দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা এদিন নিজের চিরায়ত রূপ প্রদর্শনে ব্যর্থ হন; ৮ বল মোকাবিলা করেও কোনও রান সংগ্রহ করতে পারার আগেই ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে নোনকুলুলেকো ম্লাবার বলে বোলড আউট হন তিনি। দলের সংগ্রহ তখন মাত্র ১ রান। অপর ওপেনার জেমিমাহ রদ্রিগেসও ছিলেন ব্যর্থ; ১৮ বলে ১১ রানের ইনিংস খেলে নোনকুলুলেকো ম্লাবার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলকে ব্যাটিং ধস থেকে রক্ষার দায়িত্ব নেন হারলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। দ্রুত রান তোলার পরিবর্তে উইকেট বাঁচানোর প্রচেষ্টায় এ দুই ব্যাটার আট ওভারব্যাপী তৃতীয় উইকেট জুটিতে ৪৮ রান সংগ্রহ করেন। হরমনপ্রীতের উইকেট ইনিংসের পঞ্চদশ ওভারের শেষ বলে তুলে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস। হারলিন দেওল তখনও ক্রিজে থাকলেও শেষ পাঁচ ওভারে ৪০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ভারত। হারলিন নিজেও ইনিংসের শেষ ওভারে অর্ধশতক থেকে ৪ রান দূরে থাকতে সাজঘরে ফিরে যেতে বাধ্য হন। এ কারণে মাত্র চার উইকেট হারিয়েও নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১০৯ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় ভারত।

১১০ রানের লক্ষ্য বড় না হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের জন্য রান তাড়া মোটেও সহজ হতে দেননি ভারতের বোলাররা। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত ১৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা, যার সাথে হারাতে হয় দুই ওপেনারের উইকেটও। ভারতের মতই দক্ষিণ আফ্রিকাও দেখে অন্যতম সেরা এক ব্যাটারের রানের খাতা খোলার আগেই ফিরে যাওয়া– লরা ভোলফার্ড্‌ট ৯ বল মোকাবিলা করেও ফেরেন শূন্য রানে। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরপরই ভারত তুলে নেয় তৃতীয় উইকেট। অধিনায়ক সুনে লুসও নিজের ব্যক্তিগত সংগ্রহ বড় করার আগেই রেণুকা সিং-এর শিকার হয়ে সাজঘরে ফেরেন। কিন্তু নিজের আক্রমণাত্মক ব্যাটিং-এর সাহায্যে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা দূর করেন ক্লোয়ি-লেসলি ট্রাইঅন। ডানহাতি এ ব্যাটার ছয়টি চার ও দুটি ছয়ের সাহায্যে তুলে নেন নিজের প্রথম টি২০আই অর্ধশতক। ইনিংসের অষ্টাদশ ওভারের শেষ দুই বলে পর পর দুটি ক্যাচ ফেলে দেন পূজা বস্ত্রাকর; দ্বিতীয় ক্যাচটি তিনি ধরতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বল সীমানাদড়ির বাইরে গিয়ে পড়লে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার জয়। ট্রাইঅন অপরাজিত থাকেন ৫৭ রানে।

ত্রিদেশীয় সিরিজ জয়ের মাধ্যমে আসন্ন বিশ্বকাপের জন্য অন্য দলসমূহকে আগাম বার্তা দিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা, যে বিশ্বকাপটিও অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতেই। অপরাজিত অর্ধশতকধারী ক্লোয়ি-লেসলি ট্রাইঅন ম্যাচসেরা নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে মোট নয়টি উইকেট লাভ করায় টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে ভারতের দীপ্তি শর্মার হাতে। ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী অপর দল ওয়েস্ট ইন্ডিজ রাউন্ড-রবিন পর্বে নিজেদের চার ম্যাচের প্রতিটিতে পরাজিত হয়।

সংক্ষিপ্ত স্কোর : ভারত ১০৯/৪ (২০ ওভার) – হারলিন দেওল ৪৬, নোনকুলুলেকো ম্লাবা ২/১৬; দক্ষিণ আফ্রিকা ১১৩/৫ (১৮ ওভার) – ক্লোয়ি-লেসলি ট্রাইঅন ৫৭*, স্নেহ রানা ২/২১।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী ত্রিদেশীয় সিরিজ,দক্ষিণ আফ্রিকা,বিজয়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close