
এবারো ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ২০২১ সালে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন বাবর আজম। সালে পরিবর্তন আসলেও সংস্করণটির বর্ষসেরা ক্রিকেটারের নামে কোনো বদল আসেনি। টানা দ্বিতীয়বারের মতো সেরার স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
২০২১ সালে ৬টি ওয়ানডে খেলে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছিলেন বাবর। ২টি সেঞ্চুরির ও এক ফিফটিতে বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। ২০২২ সালে আগের চেয়েও ভালো পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার।
৯ ম্যাচে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন বাবর। সেঞ্চুরি ও ফিফটিতেও ছাড়িয়ে গেছেন আগের বছরকে। সবশেষ বছরে ৩ সেঞ্চুরির বিপরীতে ৫ ফিফটি হাঁকিয়েছেন তিনি। বাকি ম্যাচে শুধু ১ রান করে আউট হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অর্থাৎ, স্বপ্নের মতো ২০২২ সাল কাটিয়েছেন ২৮ বছর বয়সী ব্যাটার।
এমন পারফরম্যান্সের জন্য এখনো ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বাবর। ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি। ৭৬৬ ও ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার ফন ডার ডুসেন ও কুইন্টন ডি কক।