reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৩

পাক ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

ছবি : সংগৃহীত

পাকিস্তানি ক্রিকেটারদের ফেব্রুয়ারির ২ তারিখের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ বুধবার (২৫ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফলে বিপিএলের শেষ সময়ে রিজওয়ান, ওয়াসিম কিংবা নাসিম শাহদের সার্ভিস পাবে না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। মূলত আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএল। আসর শুরুর আগে খেলোয়াড়দের যথেষ্ট বিশ্রাম দিতে ও ফিট হিসেবে পেতে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

দ্য নিউজ পিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো পিসিবিকে অনুরোধ করেছে যেন তাদের খেলোয়াড়কে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। তাদের অনুরোধের ভিত্তিতে পিসিবি পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। যদিও এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমোদন দেয়া হয়েছিল।

বিপিএলের চলতি আসর শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। তার আগে পাকিস্তানি ক্রিকেটাররা দেশে ফিরে গেলে জৌলুস হারাবে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি। কারণ এবারের আসরে বিদেশি তারকা ক্রিকেটারদের প্রায় সবাই পাকিস্তানের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাক ক্রিকেটার,বিপিএল,পিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close