reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২৩

ঘরের মাঠে ম্যানইউকে ৩-২ গোলে হারাল আর্সেনাল

ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এখন ৫ পয়েন্ট এগিয়ে তারা।

রোববারের (২২ জানুয়ারি) ম্যাচে শুরু থেকেই আক্রমণের চেষ্টায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় রেড ডেভিলস। এর পরেই পাল্টে যায় আর্সেনাল। ২৪ মিনিটের মাথায় গোল শোধ হয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় বুকায়ো সাকা গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। কিন্তু সেই ব্যবধান বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য লিয়ান্দ্রো মার্তিনেস ৫৯ মিনিটে গোল করেন। সেই গোলের পর ম্যানচেস্টার ইউনাইটেড বোধ হয় ধরেই নিয়েছিল ম্যাচ ড্র হচ্ছে। সময় নষ্ট করতে শুরু করে তারা। বিনা কারণে মাটিতে পড়ে যান গোলরক্ষক দাভিদ দা হিয়া। কিন্তু সেসব করেও ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়তে পারলেন না তারা। শেষ মুহূর্তে গোল করেন ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার এনকেটিয়া। যে গোল আর শোধ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ম্যানচেস্টার ইউনাইটেড,আর্সেনাল,লিয়ান্দ্রো মার্তিনেস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close