reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২৩

পিএসজি-সৌদি অল স্টার একাদশে যারা থাকছেন

ছবি : সংগৃহীত।

লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো লা লিগা ছাড়ার পর সময়ের সেরা দুই তারকার দ্বৈরথ দেখার সুযোগ হয়নি ফুটবল বিশ্বের। অবশেষে সে সুযোগ করে দিল সৌদি আরব। পিএসজিকে তাদের দেশের অল স্টার ক্লাবের বিপক্ষে খেলার আমন্ত্রণ জানিয়েছে আরব দেশটি।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দুদল। অল স্টারদের হয়ে ম্যাচে নেতৃত্ব দেবেন পর্তুগিজ মহা তারকা রোনালদো। পিএসজির নেতা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে আচরণবিধি ভাঙায় রোনালদোকে নিষেধাজ্ঞা দিয়েছিল লিগ কর্তৃপক্ষ। তাই নতুন ক্লাবে যোগ দিয়ে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। আজকের ম্যাচ দিয়েই সৌদিতে অভিষেক হতে যাচ্ছে তার।

অন্যদিকে, আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর নায়ক লিওনেল মেসি আছেন দারুণ ছন্দে। বিশ্বকাপ জয়ের উদযাপন শেষে দলে ফিরে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন। কিন্তু পরের ম্যাচে অবশ্য রেনের বিপক্ষে ১-০ গোলের ধাক্কা খায় তার দল।

এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। একাই দলকে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চে। মেসি ক্লাবে ফেরার সময়টাতে ছুটিতে থাকলেও সৌদি আরবের এ ম্যাচের অনেক আগেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। আজকের ম্যাচে শুরু থেকেই থাকছেন তিনি। ম্যাচে পিএসজির হয়ে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও।

পিএসজি একাদশ :

কেইলর নাভাস, সার্জিও রামোস, মারকুইনহোস, জুয়ান বারনোট, আশরাফ হাকিমি, ফেবিয়ান রুইজ, রেনেতো সানচেজ, কার্লোস সোলার, লিওনেল মেসি, নেইমাএ, কিলিয়ান এমবাপে।

রিয়াদ অল স্টার একাদশ :

ডেভিড ওস্পিনা, আলী আল বুলায়হি, আলভারো গনজালেজ, মোহাম্মদ আল বুরায়েক, মুসাব আল জুয়ায়ের, গুস্তাভ সেলুলার, কোনান, অ্যান্ডারসন টেলিসকা, ক্রিস্টিয়ানো রোনালদো, ওডিওন, মুসা মারেজ্ঞা।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিএসজি,সৌদি অল স্টার একাদশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close