ক্রীড়া ডেস্ক

  ২২ ডিসেম্বর, ২০২২

মেসির আলখাল্লা ১০ লাখ ডলারে কেনার প্রস্তাব

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা হাতে নেওয়ার আগে কাতারের আমির শেখ তামিম আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে বিশত নামের একটি ঐতিহ্যবাহী আরব আলখাল্লা পরিয়ে দিয়েছিলেন। এই বিশত কাণ্ডে পশ্চিমা গণমাধ্যম কাতারের ব্যাপক সমালোচনা করেছে। তবে আরব বিশ্বে আমিরের এই পদক্ষেপ সমাদৃত হয়েছে। এখন ওমানের একজন কর্মকর্তা ১০ লাখ ডলার দিয়ে এই আলখাল্লা কেনার জন্য মেসির কাছে প্রস্তাব দিয়েছেন।

ওমানী সুরা কাউন্সিলের সদস্য আহমেদ আল-বারওয়ানি টুইটারে লিখেছেন, ‘আমার বন্ধু মেসি, ওমানের সালতানাত থেকে আমি ২০২২ কাতার বিশ্বকাপে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাই।’ তিনি আরো লেখেন, ‘কাতারি আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন যখন তিনি আপনাকে আরব বিশত পরিয়েছেন। এটি মহানুভবতা এবং প্রজ্ঞার প্রতীক। মেসি, এই বিশত দেওয়ার বিনিময়ে আমি আপনাকে এক মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করছি।’

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে আর্জেন্টিনা। এর মাধ্যমে ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে সক্ষম হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। ধারণা করা হচ্ছে এটিই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেসির আলখাল্লা,কেনার প্রস্তাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close