reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০২২

পেলেকে দেওয়া হচ্ছে ‘জীবনের শেষ চিকিৎসা’

ছবি : সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, দেওয়া হচ্ছে ‘জীবনের শেষ চিকিৎসা’। কেমোথেরাপিতে কোনো সাড়া দিচ্ছেন না তিনি। পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যে, বলা হচ্ছে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

একদিন আগেই টুইটার এবং ইনস্টাগ্রামে নিজেই ভক্তদের আশ্বস্ত করে মেসেজ লিখেছিলেন, তার অবস্থা ভালো। ক্রিটিক্যাল বলার মতো অবস্থায় এখন আর নেই। কিন্তু একদিন পরই হঠাৎ পরিবর্তন হয়ে গেছে কালো মানিক পেলের।

এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৮২ বছর বয়সী কিংবদন্তি পেলেকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। যদিও তার কন্যা জানিয়েছিলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে এবার স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, কোলন ক্যানসার প্রতিরোধে দেওয়া কেমোথেরাপির কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না পেলের শরীর। যার ফলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’।

সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের কর্তারা কিংবা তার ম্যানেজারের কেউ এই বিষয়ে কথা বলতে সম্মত হননি।

গেল বছরের সেপ্টেম্বরে পেলের কোলন থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকেই হাসপাতালে তার আনাগোনা ছিল নিয়মিত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেলে,চিকিৎসা,ফুটবল,ব্রাজিল,কিংবদন্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close