reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশের অধিনায়ক লিটন দাস

ফাইল ছবি।

সফরকারী ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে ওপেনার লিটন দাসকে। নিতম্বের ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজ থেকে বাদ পড়ায় লিটনকে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন লিটন। তার নেতৃত্ব দেয়ার সকল গুনাবলী তার মধ্যে রয়েছে।’

তামিম প্রশ্নে অবশ্য ইউনুসের মন্তব্য, তার নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভালো ক্রিকেট খেলেছে এবং এই ফর্মেটে সে আমাদের দলের একজন ভালো খেলোয়াড়। আমরা তাকে মিস করবো। তবে আমরা মনে করি, অধিনায়ক হিসেবে লিটনের ভালো করার মতো সব কিছুই আছে।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানেড অভিষেক হওয়ার পর এ পর্যন্ত লিটন ৫৭ ওয়ানডেতে ১৮৩৫ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটিও রয়েছে লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসটি খেলেছেন লিটন। আগামী ৪ ও ৭ ডিসেম্বর সিরিজর প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে শেরে-বাংলা স্টেডিয়ামে। ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজ চট্টগ্রামেই খেলবে দুই দল। এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিটন দাস,তামিম ইকবাল,বাংলাদেশ ক্রিকেট দল,ওয়ানডে সিরিজ,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close