reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২২

১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলছে ইংল্যান্ড

ছবি : সংগৃহীত

পাকিস্তান বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে ইংলিশদের এই টেস্ট খেলা।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ বেলা ১১টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত টসে জিতে সফরকারীরা প্রথম সেশনে (২৭ ওভার) কোনো উইকেট না হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে।

২০০৫ সালে নভেম্বরে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ওই সফরে তিন টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। তখন টেস্ট সিরিজ ২-০ ও ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

এরপর নিরাপত্তার কারণে পাকিস্তান সফর করেনি গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংলিশরা। ২০০৫ সালের পর এ বছরের সেপ্টেম্বরে প্রথম পাকিস্তান সফর করে ইংলিশরা। বিশ্বকাপের আগে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ড।

এবারের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে খেলার আশা এখনো রয়েছে পাকিস্তানের। এজন্য নিজ ম্যাচগুলোতে তো জিততেই হবে। সেই সাথে বর্তমানে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা দলগুলোর হারের প্রত্যাশা করতে হবে বাবর আজমদের। ইংল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে।

১০ ম্যাচে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৫১ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে পাকিস্তান। ১৯ ম্যাচে ৩৮ দশমিক ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ইংল্যান্ড। সূত্র : বাসস এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,ইংল্যান্ড,টেস্ট সিরিজ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close