reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০২২

ট্যাকটিক্যাল কারণেই মাঠের বাইরে দিবালা

ছবি: সংগৃহীত

চোটের কারণে কাতার বিশ্বকাপের দলে পাওলো দিবালার সুযোগ মিলবে কিনা তা নিয়েই ছিল সংশয়। তবে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হয় দিবালাকে। কিন্তু বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামানো হয়নি এই ফরোয়ার্ডকে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান, চোটের জন্য নয় বরং দলের ট্যাকটিক্যাল কারণেই মাঠের বাইরে দিবালা।

বিশ্বকাপের আগে ক্লাবের অনুশীলনে যোগ দিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দিবালার। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেলেও বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলোতেও কোচ স্কালোনি মাঠে নামাননি এই ফরোয়ার্ডকে।

বিশ্বকাপের দুই ম্যাচে বদলি হিসেবেও দিবালাকে না খেলানোয় নানা প্রশ্ন উচ্চারিত হচ্ছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে দিবালাকে মাঠে দেখা যাবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি স্কালোনি। বরং, কি কারণে আগের দুই ম্যাচে তাকে খেলানো হয়নি সেটিরই ব্যাখ্যা দিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘এটি ট্যাকটিক্যাল সিদ্ধান্ত, পাওলো ঠিক আছে। অবশ্যই বাকিদের মতো সেও খেলতে চায়। এখন আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমরা দেখব যে পরবর্তী ম্যাচে কী হয়।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিবালা,স্কালোনি,আর্জেন্টিনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close