reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২২

রাওয়ালপিন্ডি টেস্ট থেকে ছিটকে গেলেন উড

ফাইল ছবি।

নিতম্বে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের ডান-হাতি পেসার মার্ক উড। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন উড। এরপর বিশ্বকাপের আর খেলতে পারেননি তিনি।

টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এখনও দলের সাথে যোগ দেননি উড। আশা করা হচ্ছে, এই সপ্তাহে দলের সাথে যোগ দিবেন তিনি। দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে তার।

এ বছরের মার্চে সর্বশেষ টেস্ট খেলেন ৩২ বছর বয়সী উড। ২৬ টেস্টে ৮২ উইকেট নিয়েছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে আগামী পহেলা ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড। সিরিজের পরের দুই টেস্ট হবে যথাক্রমে ৯ ও ১৭ ডিসেম্বর। সূত্র : বাসস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্ক উড,ইংল্যান্ড,রাওয়ালপিন্ডি,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close