reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

ট্রফিটি ঘরে নিয়ে এসো : পেলে

ফাইল ছবি।

বিশ্বকাপের হেক্সা মিশনের প্রাক্কালে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাঠানো ভার্চুয়াল বার্তায় কিংবদন্তী ফুটবল তারকা পেলে ব্রাজিল দলকে, ‘এই ট্রফিটি ঘরে নিয়ে এসো’ বলে আহ্বান জানিয়েছেন।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেয়ার আগ মুহূর্তে ৮২ বছর বয়সি এই আইকন নিজের ইনস্টিগ্রামে অতীত বিশ্বকাপ জয়ের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন। সেখানে নেইমার ও তার দলকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আজ (২৪ নভেম্বর) আমরা নতুন এক গল্প লিখতে শুরু করি।’

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি শিরোপা জয় করা এই ফুটবল কিংবদন্তী আরো লিখেছেন, ‘সেলেকাওদের প্রতিটি অর্জনে আমাদের ২০০ মিলিয়ন হৃদয় একসঙ্গে স্পন্দিত হবে। আমাদের অবশ্যই প্রতিটি ম্যাচের প্রতি সম্মান দেখাতে হবে এবং ফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে হবে। সুন্দরভাবে খেলা সব সময় গুরুত্বপুর্ণ। তবে হ্যাঁ, মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে খেলতে হবে।’

ব্রাজিলীয় এই কিংবদন্তী লিখেছেন,‘আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি এই ছবিগুলো পাঠাচ্ছি। আমি ইতিবাচক এনার্জি পাঠাচ্ছি। আমি নিশ্চিত, আমাদের একটি আনন্দময় সমাপ্তি ঘটবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তোমরা ট্রফিটি ঘরে নিয়ে এসো।’

ফুটবলের সর্বকালের সেরা তারকা হিসেবে বিবেচিত পেলে বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সামাজিক যোগযোগমাধ্যমে তিনি সবসময় বেশ সক্রিয়। সূত্র : বাসস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেলে,ব্রাজিল,ফুটবল,কিংবদন্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close