reporterঅনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর, ২০২২

বিতর্কের অবসান, রোনালদোকে আনুষ্ঠানিক বিদায় জানালো ম্যান ইউ

ছবি : সংগৃহীত

অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিদায় জানালো ম্যানচেস্টার ইউনাইটেড। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে রোনালদো ও ম্যান ইউ দুই পক্ষই। পিয়ার্স মরগ্যানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ক্লাব ও ম্যানেজমেন্ট নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন রোনালদো। তখনই বোঝা যাচ্ছিল ক্লাবের হয়ে আর খেলতে পারছেন না তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড এক বার্তায় বলে, পারস্পরিক সমঝোতায় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যাচ্ছে। তার দুই মেয়াদে ক্লাবের হয়ে অসাধারণ নৈপুণ্য এবং ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করার জন্য তার এবং তার পরিবারের প্রতি রইলো শুভকামনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই এরিক টেন হাগের অধীনে উন্নত করার চেষ্টা করছে, মাঠে সেটির প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে তারা।

রোনালদোও ইউনাইটেডকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ক্লাবের সঙ্গে আলোচনা করে আমরা দুপক্ষই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি ইউনাইটেডকে ভালোবাসি। আমার মতে এটাই সঠিক সময় ক্লাব ছাড়ার। ক্লাবের জন্য শুভকামনা রইলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিতর্ক,ক্রিস্টিয়ানো রোনালদো,ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close