reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২২

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু বদল

ফাইল ছবি।

কাতার ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরে শুরু হতে যাওয়া সিরিজটির তিনটি ওয়ানডে ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেছে ভেন্যু। শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

কয়েক দিনের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াবে সিরিজ। এই সিরিজের তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে পরিবর্তন এসেছে সে পরিকল্পনায়। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এর প্রথমটি ১৪ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রামে। তাই দ্বিতীয় ওয়ানডে খেলেই দুই দল যাবে চট্টগ্রামে। ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে। প্রথম টেস্ট খেলেই ফের ঢাকায় ফিরবে দল।

সিরিজ উপলক্ষে এরই মধ্যে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারত। শিগগিরই বাংলাদেশও দল ঘোষণা করবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

২০১৫ সালে শেষবার নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজে দারুণ বোলিংয়ে টানা দুই ম্যাচে ১১টি উইকেট শিকার করেছিলেন নবাগত মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট পেয়েছিলেন কাটার মাস্টার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,ভারত,ওয়ানডে,টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close