reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২২

এবার ইরানের বিক্ষোভে সমর্থন বিশ্বকাপ দলের ডিফেন্ডারের

ছবি: সংগৃহীত

ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে সমর্থন জানিয়েছেন কাতার বিশ্বকাপে অংশ নেয়া ফুটবল দলের ডিফেন্ডার এহসান হাজসাফি।

বিশ্বকাপ খেলতে আসা ইরান দলের প্রথম ফুটবলার হিসেবে রোববার দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।

নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে দুই মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে।

এ বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতাদের সামনে সবচেয়ে বলিষ্ঠ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বিক্ষোভের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কাতারে যাওয়া ফুটবল দল। এ দলের সদস্যরা আন্দোলনে সংহতি জানাবেন কি না, তা জানতে মুখিয়ে ছিলেন অনেকে।

এমন বাস্তবতায় গ্রিসের ক্লাব এইকে এথেন্সের হয়ে খেলা হাজসাফি বলেন, ‘তাদের (বিক্ষোভকারী) এটা জানা দরকার, আমরা তাদের সঙ্গে আছি এবং আমরা তাদের সমর্থন করি। একই সঙ্গে তাদের এ অবস্থার প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এটা মেনে নিতে হবে যে, দেশের পরিস্থিতি ভালো নয় এবং আমাদের জনগণ খুশি নন।

‘আমাদের এখানে (কাতার) থাকার অর্থ এই নয় যে, আমরা তাদের (বিক্ষোভ) কণ্ঠ হব না কিংবা তাদের সম্মান জানাব না।’

ইরানের নৈতিকতা পুলিশের কাছে অযথাযথ মনে হওয়া পোশাক পরায় সম্প্রতি আটক করা হয় মাহসা আমিনি নামের কুর্দি নারীকে। ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে তার মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিক্ষোভ ও অস্থিরতার জন্য বিদেশি শত্রুদের দায়ী করেছে ইরান সরকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরানে,ফুটবল,এহসান হাজসাফি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close