reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন মেসি

ছবি : সংগৃহীত

বেনফিকার বিপক্ষে ম্যাচের পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে স্পষ্ট করে তখনই কিছু জানায়নি পিএসজি। একদিন পরেই জানা গেল আসল খবর। পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। লা লিগায় রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

তবে সমস্যা যে খুব একটা গুরুতর নয়। জানা গেছে, পায়ে অস্বস্তি অনুভব করায় পরবর্তী ম্যাচে বিশ্রামে রাখা হবে মেসিকে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে মেসি। একের পর এক গোল করছেন এবং করাচ্ছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ফুটবল জাদুকর।

চোট গুরুতর না হলেও বিশ্বকাপের আগে যেহেতু খুব একটা সময় নেই, তাই ভক্ত-সমর্থকদের চিন্তা থেকেই যাচ্ছে। তবে পিএসজি কোচ জানিয়েছেন, বেনফিকার বিপক্ষে খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে। তবে রবিবার নাগাদ অনুশীলনে ফিরবেন তিনি।'

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বেনফিকার বিপক্ষে পিএসজির ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। ২১তম মিনিটে দলের একমাত্র গোলটি করেন তিনি। পরে ৮১তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ গালতিয়ের। ওই ম্যাচের পর তিনি জানান, চোট নয়, ক্লান্তির কারণে মেসির ইশারা পেয়েই তাকে তুলে নেন তিনি।

শনিবার (৮ অক্টোবর) রাঁসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। মেসি ছাড়াও পিএসজির চোটের তালিকায় আরও আছেন ডিফেন্ডার নুনো মেন্ডিস। পেশীর চোটে তিন সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে তাকে। এ ছাড়া ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ভুগছেন গলার সংক্রমণে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,দুঃসংবাদ,লিওনেল মেসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close