reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২২

যে জার্সি পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সাকিব-সোহানদের জন্য এই জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জার্সির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের এ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

জার্সি প্রকাশের সেই ভিডিওতে লেখা রয়েছে, আমরা আমাদের গর্বের অভিযান তুলে ধরার কাজ করেছি। আমরা জামদানির প্রিন্ট নিয়েছি, রয়েল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনকে ফুটিয়ে তুলেছি। ভিডিওতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নম্বর অর্থাৎ ৭৫ দেখানো হয়েছে।

বাংলাদেশের জার্সি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশের জার্সিতে টাইগারের প্রতিচ্ছবি থাকবে। সঙ্গে ঐহিত্যবাহী কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় তাপমাত্রার কথা মাথায় রেখেই ফ্যাব্রিক দেওয়া হবে। যাতে জার্সিটা গায়ে জড়ালে আরামদায়ক হয়। উন্মোচিত জার্সি ঠিক তেমনই।

২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে খেলছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে। ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশে আসে। এরপর শুক্রবার রাতে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে। ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন জাতির এই সিরিজ।

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। এ ছাড়া বাছাইপর্ব থেকে উঠে আসা দুটি দলও যুক্ত হবে এই গ্রুপে।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে। মোট পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ দল :

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই :

শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্সি উন্মোচন,টি-টোয়েন্টি বিশ্বকাপ,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close