reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২২

সাকিব দুদকের শুভেচ্ছাদূত থাকবেন কি না খতিয়ে দেখা হচ্ছে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত থাকবেন কিনা, তা খতিয়ে দেখছে কমিশন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।

সাকিবের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ উঠেছে- এ অবস্থায় তি‌নি দুদকের শুভেচ্ছাদূত থাকছেন কিনা এক প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘অভিযোগ এলেই তো সঙ্গে সঙ্গে কোনো কিছু হয় না। একটু সময় দেন। বিষয়টি দুদক দেখছে, অপেক্ষা করুন।’

তি‌নি বলেন, ‘আপনারা জানেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলের অধিনায়ক। তার সঙ্গে দুদকের ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে চুক্তিটি হয়েছিল, সেটি ছিল বিনা পারিশ্রমিকে উনি দুদকের হয়ে তথ্যচিত্র তৈরিতে কাজ করবেন। তার সঙ্গে শুধু একবার ২০১৮ সালে যখন দুদকের ১০৬ কমপ্লেইন হটলাইন চালু হয়, তখন একটি তথ্যচিত্র করা হয়েছিল। পরবর্তীতে আমরা আর কোনো তথ্যচিত্র বা কার্যক্রম করিনি।’

সম্প্রতি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজি, নিজের বাবার নাম জালিয়াতি করার অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডকে দুর্নীতি হিসেবে দেখছেন অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাকিবকে সংস্থার শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেন। দুদক চেয়ারম্যানের প্রস্তাবে ওই দিনই সম্মতি জানান সাকিব। এর পাঁচ মাস পর আনুষ্ঠানিকভাবে সাকিবকে দুদকের শুভেচ্ছাদূত করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদক,শুভেচ্ছাদূত,সাকিব আল হাসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close