reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০২২

ফুটবল থেকে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী

ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কার্যক্রম স্থগিত করেছে ফিফা। ফিফা এবং এএফসি কর্মকর্তাদের চার সদস্যের কমিটি দেশটির ফুটবলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এই সিদ্ধান্ত দেয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা থেকে জানানো হয়, এআইএফএফের কার্যনির্বাহী কমিটির ক্ষমতা রদবদলে এবং দৈনন্দিন বিষয়গুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য প্রশাসকদের একটি কমিটি গঠনের আদেশের পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

এই স্থগিত আদেশ চলাকালীন ভারতীয় ফুটবল দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এছাড়া ভারতীয় ক্লাবগুলো এএফসির টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না। একইসঙ্গে আগামী অক্টবরে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও খেলতে পারবে না ভারত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিফা,নিষিদ্ধ,ফুটবল,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close