reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২২

সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলবেন জামালরা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় দলের সঙ্গে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচ খেলে আসার পথে নেপাল জাতীয় দলের সঙ্গে ২৭ সেপ্টেম্বর আরও একটি ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা। এ উপলক্ষে ২৬ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন কোচ হাবিয়ের কাবরেরা।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘এ দুটি ম্যাচ খেলার মধ্যদিয়ে আমরা নিজেদের পারফরম্যান্সে উন্নতি করতে পারবো বলে আশা করি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ জাতীয় ফুটবল দল,ফিফা,প্রীতি ম্যাচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close