reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০২২

আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টস ভাগ্যটা সঙ্গ দিলোই না বাংলাদেশকে। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ মিলিয়ে আগের পাঁচ ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও হারল টসে। ওয়ানডে সিরিজে যা হয়েছে এ পর্যন্ত, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছে জিম্বাবুয়ে। টানা তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তামিম ইকবালদের।

টি-টোয়েন্টিতে তাও শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে ছিল সিরিজের ভাগ্য। জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে সেটাও হলো না। প্রথম দুই ম্যাচ হারের পরেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ হার। সিরিজটা ওয়ানডে সুপার লিগের অংশ নয় বলে শেষ ম্যাচটা হয়ে গেছে নেহায়েতই নিয়ম রক্ষার। তবে এই নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে সম্মান রক্ষার লড়াইও। যে ফরম্যাটে সবচেয়ে ভালো পারফর্ম্যান্স বাংলাদেশ দলের, সেই ফরম্যাটে র্যাঙ্কিংয়ের ১৫তম দল জিম্বাবুয়ের কাছে ধবলধোলাই হয়ে আসাটা যে মোটেও সম্মানের কিছু নয়!

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিম্বাবুয়,বাংলাদেশ,ওয়ানডে সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close