reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২২

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

ছবি : সংগৃহীত

এশিয়া কাপ দুয়ারে কড়া নাড়ছে। এমনই সময়ে বিশাল এক ধাক্কা খেল ভারত। পিঠের চোট নিয়ে যশপ্রীত বুমরাহ ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে। ধারণা করা হচ্ছে, এশিয়ার দলগুলোর এশিয়া কাপ আর বিশ্বকাপের দলে ফারাক থাকবে না তেমন। তবে ভারতকে সেই ভাবনা থেকে সরে আসতে বাধ্য করছে বুমরাহর এই চোট। খবর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের।

সংবাদমাধ্যমটির খবরে বলা হচ্ছে, বুমরাহর পিঠে চোট আছে। সেই চোট সারতে বেশ কিছুদিন সময় লাগবে। যার ফলে বিশ্বের অন্যতম সেরা এই পেসার এশিয়া কাপে মাঠে নামতে পারবেন না।

এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটে হলেও এ বছর টি-২০ বিশ্বকাপের জন্যই অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রাথমিকভাবে এ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে দেশটিতে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্টটি সরে গেছে আমিরাতে। তবে শ্রীলঙ্কার আয়োজক স্বত্ব অবশ্য ঠিকই আছে। স্বাগতিক হিসেবেই আমিরাতে মাঠে নামবে দলটি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এশিয়া কাপ,ভারত,যশপ্রীত বুমরাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close