reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২২

দুর্ভাগ্যজনক রানআউট হয়ে বিজয়ের বিদায়

ছবি : সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক বিজয়কে সঙ্গী করেন উড়ন্ত সূচনা করেছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম পাওয়ার প্লে'তেই ৬২ রান স্কোরবোর্ডে জমা করেছিলেন তিনি। তার মধ্যে তার অবদান ৫০ রান। ৪৪ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় এ রান সংগ্রহ করেন। অন্যপ্রান্তে থিতু হতে সময় নিচ্ছিলেন বিজয়।

কিন্তু পরপর দুই ওভারে বাংলাদেশের উড়ন্ত সূচনাকে মাটিতে নামিয়ে আনল জিম্বাবুয়ে। ওই দুই ওভারে আউট হয়ে ফিরে গেছেন দুই ওপেনার তামিম ও বিজয়।

৫০ করেই বিদায় নেন তামিম। আর রানআউটের শিকার হন বিজয়। এতে অবশ্য বিজয়ের কোনো দোষ নেই। গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক।

১২তম ওভারে নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ বোলার তানাকা চিভাঙ্গার হাতে লেগে ভেঙে যায় ননস্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প। তখন ক্রিজের বাইরে ছিলেন বিজয়। ২৫ বলে ২০ রান করে ফিরলেন বিজয়।

এর আগের ওভারে বড় বাউন্ডারির দিকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়ে গেছেন তামিম।

১১তম ওভারের শেষ বলে টানাকা চিভাঙ্গার শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে তাকুদজোয়ানাশে কাইতানোর হাতে তালুবন্দি হন দেশসেরা ওপেনার। ৪৫ বলে ৫০ রান করেই থামেন তামিম।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ১৯ ওভারে সংগ্রহ ২ উইকেট হারিয়েছে ১০৯ রান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রানআউট,বিজয়,তানাকা চিভাঙ্গা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close