reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

এশিয়া কাপ : শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান

ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ছবি : পিসিবির টুইটার

আগস্টের শেষদিকে টি-টোয়েন্টি এশিয়া কাপ। মঙ্গলবার চূড়ান্ত হয়েছে সূচি। পরের দিন বুধবার (৩ আগস্ট) প্রতিযোগিতার জন্য শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান। একই সঙ্গে এশিয়া কাপের আগে হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজেরও দল দিয়েছে তারা।

আগামী ২৮ আগস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। বাদ পড়েছেন পেসার হাসান আলী। দুই দলের কোনোটিতে নেই তিনি। দুটি দলেই আছে নাসিম শাহর নাম। হাঁটুর ইনজুরিতে শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে থাকা শাহীন আফ্রিদি ফিরেছেন দলে।

এশিয়া কাপ দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, শাহনওয়াজ দাহানি ও উসমান কাদির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এশিয়া কাপ,পাকিস্তান,টি-টোয়েন্টি,পিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close