reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুলাই, ২০২২

ডু অর ডাই ম্যাচ টাইগারদের

জিতলে টি-টোয়েন্টি সিরিজ ড্র করার সুযোগ আর হারলেই সিরিজ হাতছাড়া, এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বলতে গেলে ডু অর ডাই ম্যাচ টাইগারদের জন্য।

বৃহস্পতিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে করা হয় ১৩ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত হারের কবল থেকে বাঁচে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের তারণাই দেখাতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহরা। ম্যাচ হারে ৩৫ রানে।

আগের ম্যাচে টাইগাদের বোলিং ধসিয়ে দেন উইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং ও রোভম্যান পাওয়েলরা। ব্যাটিংয়ে টাইগারদের বিধ্বস্ত করেন রোমারিও শেফার্ড আর ওবেদ ম্যাকওয়েরা। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয় এই তারকাদের পরিকল্পিতভাবে মোকাবেলা করতে না পারলে হার এড়ানো কঠিন হবে।

শেষ টি-টোয়েন্টিতে উভয় দলের সম্ভাব্য একাদশ :

ওয়েস্ট ইন্ডিজ : কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকেল হোসেইন, ওবেদ ম্যাকওয়ে ও হেইডেন ওয়ালশ।

বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডু অর ডাই,ম্যাচ,টাইগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close