reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুলাই, ২০২২

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ছবি

ক্রিকেটে অনেক প্রথমের জন্ম অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে। বাংলাদেশের গর্ব গড়লেন আরেকটি বিশ্বরেকর্ড। রবিবার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন আরও আগে। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন সাকিব।

দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।

এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি। এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‌‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বরেকর্ড,সাকিব,ক্রিকেট,টি-টোয়েন্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close