reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০২২

ওয়ানডে সিরিজ থেকে ছুটি চান সাকিব

ওয়ানডে সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে অফিসিয়ালি আমাদের কোনো চিঠি দেয়নি বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (২৯ জুন) মিরপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

নাজমুল হাসান বলেন, সাকিব অফিসিয়ালি এখনও কিছু জানায়নি। তবে অফিসিয়ালি ধরতেও পারেন। কারণ, মৌখিকভাবে সে না খেলতে চাওয়ার কথা জানিয়েছে জালাল ভাইয়ের কাছে।

বোর্ড সভাপতি বলেন, সাকিব যেহেতু বোর্ডের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। হয়তো আমার ধারণা, আজ-কালের মধ্যে ওর সঙ্গে কথা হলে বুঝতে পারব।

আগামী ১০ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তাই ভারতের মাটিতে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে এই সিরিজের কোনো গুরুত্ব নেই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব আল হাসান,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ,ওয়ানডে সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close