reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২২

আইসিইউতে জহির আব্বাস, অবস্থা সংকটাপন্ন

এশিয়ার ব্র্যাডম্যান হিসেবে পরিচিত জহির আব্বাস

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও লিজেন্ডারি ব্যাটসম্যান জহির আব্বাস লন্ডনের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার বয়স ৭৪ বছর।

সংযুক্ত আরব আমিরাত থেকে লন্ডনে যাওয়ার পর কোভিডে আক্রান্ত হন এশিয়ার ব্র্যাডম্যান খ্যাত আব্বাস। তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে এবং এখন সাবেক ব্যাটসম্যান সংকটাপন্ন অবস্থায়।

পাকিস্তানের জিও নিউজ জানায়, তিন দিন আগে কিডনির ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল জহির আব্বাসকে। একই সঙ্গে নিউমোনিয়ায় ভুগছেন তিনি। বর্তমানে ডায়ালাইসিস চলছে এবং অক্সিজেনও দেওয়া হচ্ছে। তার সুস্থতার জন্য ভক্তদের দোয়া করার অনুরোধ জানিয়েছে পরিবার।

১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় আব্বাসের। তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। ৭২ টেস্টে ৫০৬২ রান ও ৬২ ওয়ানডেতে করেন ২৫৭২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ সেঞ্চুরি ও ১৫৮ ফিফটিতে ৪৫৯ ম্যাচে সংগ্রহ ৩৪৮৪৩ রান। অবসরের পর একটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে আইসিসি ম্যাচ রেফারিও ছিলেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জহির আব্বাস,পাকিস্তান,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close