ক্রীড়া প্রতিবেদক

  ২৭ মে, ২০২২

হার এড়াতে মুশফিক-লিটনই ভরসা

ফাইল ছবি।

ঢাকা টেস্টের শেষ দিন আজ। চট্টগ্রামে ড্রয়ে দুই দল সমতায়। ফলে মিরপুরে ঢাকা টেস্টের শেষ দিন আজ শুক্রবার (২৭ মে) ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের।

ম্যাচের চতুর্থ দিন মিরপুরে দাপট দেখিয়েছে লঙ্কান ব্যাটার ও বোলাররা। টাইগাররা তাদের কাছে ছিল অনেকটা অসহায়। তবে শেষ বিকেলে ৫ ইউকেট তুলে নেয়ায় সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়। এরপর ব্যাট হাতে নেমে নিজেদের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুরুতেই বিপর্যয়ে পড়ে মুমিনুল হক বাহিনী।

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট, পরের ইনিংসে ২৪ রানে ৪ উইকেট হারায়। প্রথম ইনিংসের মতো এবারও দলের হাল ধরেন মুশফিকুর রহীম ও লিটন দাস। মুশিফক ১৪ ও লিটন দাস ১ রানে অপরাজিত ছিলেন। আজ তারাই ব্যাট হাতে শেষ দিন শুরু করবেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫০৬ রানের পাহাড় গড়ে। ফলে প্রথম ইনিংসেই বাংলাদেশ ১৪১ রানে পিছিয়ে পড়ে। চতুর্থ দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩৪/৪ রান। এখনো পিছিয়ে ১০৭ রানে।

এ অবস্থায় অনেকেই আশঙ্কা করছেন, বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যেতে পারে। সেখানে ভরসা মুশফিক ও লিটন দাস। তাদের ওপরই নির্ভর করবে বাংলাদেশ কি হেরে যাবে, নাকি অন্য ফল আসবে ঢাকা টেস্ট থেকে?

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা টেস্ট,মুশফিকুর রহীম,লিটন দাস,বাংলাদেশ,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close