reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২২

বৃষ্টি থেমে শুরু হয়েছে ঢাকা টেস্ট

ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে এক সেশনের বেশি সময় বন্ধ ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। বৃষ্টিতে বন্ধ হলেও ভেজা আউটফিল্ডের কারণে বল গড়ায়নি মাঠে। ম্যাচ অফিশিয়ালরা কয়েক দফা মাঠ পরিদর্শনের পর বিকেল সাড়ে ৩টায় সিদ্ধান্ত জানানো হয়, আবার বৃষ্টি শুরু না হলে ৪টায় শুরু ঢাকা টেস্ট।

দুপুর ১২টায় প্রথম সেশনের শেষ ওভারে সাকিব বোলিংয়ে এসে একটি বল করলে মিরপুরে শুরু হয় বৃষ্টি। ফলে ৫ বল আগেই মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। এতে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে বিরতিতে গেছে লঙ্কানরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে কোনো বল মাঠে গড়ায়নি। এমনকি তৃতীয় ও শেষ সেশন দুপুর ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বিকেল সাড়ে ৩টায় সিদ্ধান্ত জানানো হয়, আবার বৃষ্টি শুরু না হলে ৪টায় শুরু হবে ঢাকা টেস্ট।

অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ এবং ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রান নিয়ে আবার ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে এখনো ১৫৫ রানে পিছিয়ে লঙ্কানরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close