reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় মুগ্ধ আইসিসি সভাপতি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা পছন্দ হয়েছে আইসিসি সভাপতি গ্রেগ বার্কলের। তার বাংলাদেশ সফর ফলপ্রসু হয়েছে জানিয়ে ধন্যবাদ দিয়েছেন টাইগার ক্রিকেট বোর্ডকে।

সোমবার (২৩ মে) সকাল থেকে সারাদিন বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে রবিবার দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখেছেন গ্রেগ। সেখান থেকে হেলিকপ্টারে করে যান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সৌন্দর্য উপভোগ করতে।

আইসিসি সভাপতিকে ধন্যবাদ জানিয়ে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘আমি নিশ্চিত গ্রেগের আমাদের দেশে আসা আমাদের অনেক অনুপ্রাণিত করবে। শুধু বোর্ডকে নয়, ক্রিকেটারদেরও। গ্রেগ সিলেটের ভেন্যু খুব পছন্দ করেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও তার অনেক পছন্দ হয়েছে। আমি তাকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানাই।’

পাপন বলেন, ‘আমরা অনেক ব্যাপারে কথা বলেছি, আমরা কি কি করছি, কি করতে চাই, সেটা জানাতে পেরেছি। বাংলাদেশে এটা তার প্রথম সফর। তার এখন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা আছে। আমার মনে হয় এটা আমাদের অনেক সাহায্য করবে।’

মঙ্গলবার ফিরে যাবেন গ্রেগ। যাওয়ার আগে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলকে ধন্যবাদ জানান আইসিসি সভাপতি। প্রশংসা বন্যায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি পাপনকে।

গ্রেগ বার্কল বলেন, ‘বাংলাদেশে দারুণ দুইটা দিন কেটেছে। আমি হোস্টদেরও ধন্যবাদ জানাতে চাই। খুবই ফলদায়ক সময় কেটেছে। আমি অনেককে দেখেছি, এটা আমার জন্য খুব কাজের ছিল। আমি অনেক কিছু নিয়ে আইসিসিতে ফিরব।’

পাপনের প্রশংসায় গ্রেগ বলছিলেন, ‘সে বাংলাদেশের জন্য দারুণ কাজ করছে। যা আইসিসিতেও বেশ ভালো অবদান রাখছে। এই মুহূর্তে আইসিসির অন্যতম সিনিয়র সদস্য। অভিজ্ঞতা বড় ব্যাপার। সে বোর্ডে বেশ ভালো পরামর্শ দিতে পারে সঙ্গে নতুন পরিচালকদেরও। যখনই তার কাছে কোনো সাহায্য চাওয়া হয় সে খুশি মনে করে। তাকে বোর্ডে পাওয়াটা আমি উপভোগ করি। আমি নিশ্চিত করতে পারি সে আপনার দেশের এবং ক্রিকেট বোর্ডের অন্যতম প্রতিনিধি। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি দেখেছে। আশা করছি এটা চলতে থাকবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসি সভাপতি,পরিকল্পনা,বিসিবি,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close