reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

দুই কিপারের সেঞ্চুরিতে বিপদ কাটালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আইসিসি প্রেসিডেন্টের সামনে ২৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ইনিংসটা আর কতটুকুই বা লম্বা হতে পারতো! বড়জোর ৫০/১০০ কিংবা ১৫০? কিন্তু সে অবস্থা থেকে স্বপ্নের ব্যাটিং করেছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। এই দুই অকুতোভয় ব্যাটারের ব্যাটে এখন বড় সংগ্রহের স্বপ্নও দেখছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের পর এবার মিরপুরেও সকল আলো কেড়ে নিয়েছেন মুশফিকুর রহিম। সিরিজের প্রথম টেস্টের পর শেষ টেস্টেও শতক হাঁকিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে এবারের শতকে দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। ২১৮ বলে টেস্ট ক্যারিয়ারের নবম শতক পূরণ করেছেন তিনি।

এর আগে ১৪৯ বলে টেষ্ট ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন লিটন দাস।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। যেখানে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল তারা। কিন্তু দুই কিপারের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে এখন শক্ত অবস্থানে টাইগাররা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসি,মুশফিকুর রহিম,লিটন দাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close